নোয়াখালীতে যুগান্তরের স্টাফ রিপোর্টার আর নেই
নাগরিক২৪ | নুরুন্নবী নবীন প্রকাশিত: ১২. এপ্রিল. ২০১৯ , শুক্রবার
দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ হানিফ ৫৮ আর নেই, তিনি আজ শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদ জুমা তার শহরস্ত সরকারি আবাসিক এলাকার ফ্ল্যাট মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ।
জায়নাজা শেষে তার গ্রামের বাড়ি সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে দ্বিতীয় জায়নাজা শেষে পারিবারিক কবরস্থানে বাদ আসর তাকে দাফন করা হবে । মৃত্যুকালে তার দুই ছেলে দুই মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এদিকে তার মৃত্যুতে নোয়াখালী প্রেসক্লাবের সকল সাংবাদিক, বিভিন্ন রাজনীতিবিদ, ও শুভাকাঙ্খীরা গভীর সমবেদনা প্রকাশ করেন । হঠাৎ তার এই মৃত্যুর খবর পেয়ে সাংবাদিক সহ বিভিন্ন মহলের লোকজন ছুটে আসেন শহরস্ত আবাসিক এলাকার বাসায়।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকাল সাতটায় তিনি প্রতিদিনের ন্যায় হাঁটতে বের হলে হঠাৎ তার হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মাটিতে লুটে পড়েন। পরে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
জানা যায়, তিনি জেলার একজন সাহসী সাংবাদিক ছিলেন । অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংবাদ পরিবেশন করে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
বিগত ৩০ বছর থেকে তিনি এই সাংবাদিকতা পেশার সাথে জড়িত থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ মৃত্যুকালে তিনি দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে ছিলেন।
Tags: দৈনিক যুগান্তর