জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার দাবীতে চাটখিলেমানববন্ধন
নাগরিক২৪ | ডেস্ক নিউজ প্রকাশিত: ১২. জানুয়ারি. ২০২০ , রবিবার
নোয়াখালীর চাটখিল উপজেলায় গতকাল রবিবার বিকেলে জয় বাংলা কমিউনিটির উদ্যোগে “জয় বাংলা” কে বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জয় বাংলা কমিউনিটির সভাপতি মোঃ সামছুল আলম, এম. মাসুদ আলম, নুরুল হুদা, আমির হোসেন, মিজানুর রহমা, নয়ন, স্বপন, ফারুক, কচি, পলাশ, আলমগীর প্রমুখ। মানববন্ধন শেষে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা “জয় বাংলা” কে জাতীয় স্লোগান ঘোষণার দাবী জানান।