৫০০ টাকা না দিলে শিক্ষকের স্বাক্ষর মিলছে না
নাগরিক২৪ | আবির আহমেদ প্রকাশিত: ২৬. ফেব্রুয়ারি. ২০১৮ , সোমবার
চলমান এসএসসি পরীক্ষায় ব্যবহারিক খাতায় ৫শত টাকার বিনিময় স্বাক্ষর করাতে বাধ্য করা হচ্ছে শিক্ষার্থীদের। এমনটাই অভিযোগ ঝালকাঠির রাজাপুরের ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে।
পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সোমবার আমাদের অতিরিক্ত বিষয় তথা কৃষি শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা, তথ্য প্রযুক্তি এই সকল বিষয়ে ব্যাবহারিক পরীক্ষা রয়েছে। যাতে আমাদের ব্যাবহারিক খাতা রয়েছে। এসকল ব্যাবহারিক খাতায় শিক্ষকদের স্বাক্ষর প্রয়োজন, তাই স্বাক্ষর আনতে গেলে বিদ্যালয়ের স্যার ৫শত টাকা লাগবে বলে আমাদেরকে বলেন।
নাম জানাতে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমি দুইশত টাকা স্যারকে দিয়েছিলাম, কিন্তু তিনি আমাকে ফিরিয়ে দিয়ে বলেন স্বাক্ষর করাতে হলে ৫ শত টাকাই লাগবে।
পরীক্ষার্থী সুমাইয়া ইয়াসমিন শান্তার অভিভাবক সুলতান খান অভিযোগ করে বলেন, আমার মেয়ে ব্যাবহারিক খাতায় স্যারদের স্বাক্ষর আনতে গেলে ৫শত টাকার নিচে স্বাক্ষর দেয়া যাবে না বলে পাঠিয়ে দেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকরের কাছে যানতে চাইলে তিনি বলেন, ‘এটা সাবজেক্ট প্রতি পঞ্চাশ/একশত টাকা স্যারদের দিতে হয়, তাই চার পাঁচ সাবজেক্ট এর জন্য ৫শত টাকা চেয়েছে। একজন শিক্ষক সারা বছর ক্লাস করিয়ে পরীক্ষার সময় কিছু টাকা চাইলে তা আমি ক্যামনে না বলি ভাই।’