রামপুরায় ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
নাগরিক২৪ | আবির আহমেদ প্রকাশিত: ০৩. জুন. ২০১৯ , সোমবার
রাজধানীর রামপুরায় একটি পাঁচতলা বাসার ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ১৭৬/৪ উলন রোড, জরিদার গলি, রামপুরায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম রিপন সরদার (১৫)। তার বাবার নাম নাসির সরদার। স্থানীয় সূত্রে জানা গেছে, ছাদ থেকে লাফ দেয়ার পর রিপনকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রিপনের আত্মীয় মিথিলা জানান, রিপন পরিবারের সঙ্গে রামপুরা উলন রোডে জমিদার গলির ওই বাসায় ভাড়া থাকত। সে একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। ভোরে পাঁচতলা বাসার ছাদে উঠে দুষ্টমী করছিল। এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে যাওয়ার সময় নিচে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Comments
Tags: নাগরিক শীর্ষ